চীনের পার্লামেন্টে আজ বৃহস্পতিবার হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারির পরিকল্পনা অনুমোদন করা হযেছে।দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) ২ হাজার ৮০০ সদস্য এই আইনের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। সমালোচকেরা বলছেন, এই আইন কার্যকর হলে হংকংয়ে স্বাধীনতার অঙ্গীকার বলে কিছু থাকবে না। জাতীয় নিরাপত্তা আইনে বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে—এমন কিছুতে শাস্তিপ্রয়োগের কথা বলা হয়েছে।